আনোয়ারায় শুঁটকি মহালে আগুন

৫ আড়ৎ পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ৯:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ারা উপকূলে রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আগুনে ৫টি শুঁটকি মহাল ও আড়ৎ পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে সৈকতে আড়ৎ ও শুঁটকি মহাল হিসেবে গড়ে উঠে ৫টি স্থাপনা পুড়ে যায়। এসব মৎস্যজীবীদের মাছ ধরার জাল ও শুঁটকির আড়ৎ হিসেবে ব্যবহৃত হয়।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মো. লোকমান, মো. জাকারিয়া, ছালেহ আহমদ, মো. শাহজাহান, আবদুর রশিদ।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে আমাদের একটি টিম রওনা হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিভে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গি ছিনতাইয়ে জড়িত একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআজ সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের ১১তম মৃত্যুবার্ষিকী