আনোয়ারায় মাদ্রাসা শিক্ষকের দীর্ঘ ৪১ বছরের শিক্ষা জীবনকে বরণীয় ও স্মরণীয় করে রাখতে সংবর্ধনা, গলায় ফুলের মালা, ক্রেস্ট, নানা উপহার ও ফুলের পাপড়ি ছিটিয়ে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে রাজকীয় বিদায় দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত সোমবার দুপুরে আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলভী মাওলানা কাজী মো. আবুল কালামের অবসরজনিত বিদায় উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ কোরআন তিলাওয়াত, হামদ–নাত, আবৃত্তি ও সংগীত পরিবেশন করে এই শিক্ষকের বিদায় সংবর্ধনার আয়োজন করে।
বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন। প্রধান আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ ওসমান গণি। উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ, মো. ইউনুচ, লুৎফর এনাম চৌধুরী, আবু ছৈয়দ সওদাগর, নুর মোহাম্মদ, বশির রিফাত প্রমুখ। বিদায়ী শিক্ষক মাওলানা কাজী মো. আবুল কালাম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা আমাকে যে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম।