আনোয়ারায় মহিলা প্রীতি ফুটবল ম্যাচ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৭:১৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় নিলুফার-কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি ও সুনামগঞ্জ দিয়ারা স্বপ্নচূড়া মহিলা ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল ম্যাচ গত বুধবার বিকালে তৈলারদ্বীপ এরশাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় সুনামগঞ্জ দিয়ারা স্বপ্নচূড়া মহিলা ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-৩ গোলে আনোয়ারা নিলুফার-কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ২-২ গোলে ড্র ছিল। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আজিজুল হক আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন ফিরিঙ্গী বাজার সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদের আহ্বায়ক মো. মহিউদ্দিন, আবদুর রহিম, জাহাঙ্গীর আলম, মো. আলী, রাকিব হাসান, মো. এরশাদ, মো. ফারুক, নাজিম উদ্দিন ছোটন, আরিফুল ইসলাম, মো. সেলিম, কোচ মো. আলী ও মো. এরশাদ। ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. বাবুল।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ফিরেছেন ফুটবল দলের কোচ জেমি ডে
পরবর্তী নিবন্ধভেটারেন ফুটবলে আগ্রাবাদ প্রভাত ক্লাবের বড় জয়