ঢাকায় ফিরেছেন ফুটবল দলের কোচ জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৭:১৪ পূর্বাহ্ণ

লম্বা সময় পর ইংল্যান্ড থেকে ফিরলেন জেমি ডে। ঢাকায় পা রেখেই নতুন উদ্যোমে কাজ শুরু করার জন্য মুখিয়ে থাকার কথা জানালেন জাতীয় ফুটবল দলের কোচ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে বন্ধ হয়ে যায় খেলাধুলা। ছুটি নিয়ে ইংল্যান্ডে ফিরে যান ডে। প্রায় আট মাস পর ফিরলেন ৪০ বছর বয়সী এই কোচ। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে গত শনিবার থেকে অনুশীলন শুরু করেছে ফুটবলাররা। জেমি ডে গতকাল ক্যাম্পে যোগ দিয়েই জানালেন, কাজ শুরু করতে অধীর হয়ে থাকার কথা। তিনি বলেন ইংল্যান্ডে লম্বা সময় কাটালাম। এখন বাংলাদেশ দলের হয়ে পুনরায় কাজ শুরু করতে মুখিয়ে আছি। নেপালের বিপক্ষে দুটি ম্যাচ আছে। ছেলেরা অনুশীলনে ফিরেছে। সামনের দিনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গত কয়েকটা মাস আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছেলেদের নির্দেশনা দিয়েছি ফিটনেস ধরে রাখার ব্যাপারে। তারা খুব ভালোভাবে সেটা অনুসরণ করেছে। আসলে করোনাভাইরাসের এই সময়ে নির্দেশনাগুলো পালন করা কঠিন। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জিততে চান জেমি ডে। তবে আগের মতোই জানালেন ম্যাচ দুটিকে সামনের বছরের প্রস্তুতি হিসেবে দেখার কথা। বাংলাদেশে ফুটবল ফিরেছে এটা ভাল দিক। করোনাভাইরাসের কারণে এ বছরে হবে না ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের খেলা। আগামী বছর শুরু হলে ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের। জেমি ডে তাই ভাবছেন ২০২১ সাল নিয়ে। জেমি ডের সঙ্গে ফিরেছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তাদের সঙ্গে এসেছেন নতুন গোলকিপিং কোচ লেস ক্লিভেলি।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ৩৫.৪৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মহিলা প্রীতি ফুটবল ম্যাচ