আনোয়ারায় ‘বিষপানে’ মোহাম্মদ সাকিব (২৫) নামে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের হুন্দিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ ওই এলাকার মৃত শাহ আলমের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নানা কারণে সাকিব মানসিক চাপে ভুগছিল। ধারণা করা হচ্ছে, সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে সকালে নিজ ঘরে বিষপান করে সাকিব। পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, তরুণের বিষপানে মৃত্যুর বিষয়টি আমাদেরকে মুঠোফোনে জানানো হয়েছে।











