‘মাদককে না বলি সুস্থ সুন্দর সমাজ গড়ি’ এ শ্লোগানকে ধারণ করে গতকাল শনিবার বিকালে আনোয়ারা সরকারি উচচ বিদ্যালয় মাঠে আনোয়ারা আর বি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন সমাজসেবক চন্দন বিশ্বাস। আর বি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা রনি বলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাবেক ভিপি প্রদীপ চৌধুরী, ইউপি সদস্যা স্বপ্না রানী ধর, শ্যামল চৌধুরী,পংকজ সর্দার, সৌরভ চক্রবর্ত্তী। খেলায় পরৈকোড়া ইউনিয়ন যুব একাদশ ২-১ গোলে আনোয়ারা সদর যুব একাদশকে পরাজিত করে।