মেরিন একাডেমি সড়ক ৪ লেনে সস্প্রসারণের কারণে সড়কের দুপাশের খাস জমিতে বসবাসকারী পরিবারগুলো উচ্ছেদ অভিযানে নেমেছে সড়ক ও জনপদ বিভাগ। ইতোমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অবস্থায় গত শনিবার দুপুরে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। মানববন্ধনে পূনর্বাসনের দাবিতে বিভিন্ন রকমের স্লোগান দেওয়া হয়। মানববন্ধন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মিরাজ, ইসলাম মিয়া, মতিন, মোহাম্মদ মামুন, সিদ্দিক, মোহাম্মদ আখতার, হারেজ, কুনসুমা বেগম, আয়শা বেগম, রোকেয়া, হারুন, শাহদাত হোসেন বাবু, ইয়াকুব, আকতার হোসেন, নাসির বুড়ো প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু লাল চাকমা জানান, মেরিন একাডেমি থেকে চাতরি চৌমহনী পর্যন্ত সড়ক চার লেইনে উন্নীতকরণের জন্য কাজ শুরু হয়েছে। সিইউএফএল কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের জমি অধিগ্রহণ করে সড়ক সমপ্রসারণের কাজ শুরু করা হয়েছে। এখানে বসবাসকারীদের নিজস্ব কোনো জমি নেই। সুতরাং পুনর্বাসনের বিষয়ে আমাদের এখতেয়ারও নেই।












