আনোয়ারায় পুকুরে ডুবে মোহাম্মদ জুনাইদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনাইদ পীরখাইন গ্রামের মাওলানা শোয়াইবের পুত্র। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু জোনাইদ পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর জুনাইদকে তার বাবা পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।