রোটারী ক্লাব অব চিটাগং হেরিটেজের নিয়মিত সভা

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের শেষ নিয়মিত সভা ২০২২২০২৩ গত শুক্রবার সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আবদুল কাদের বিপ্লব সুন্দর ও সফলতার সাথে রোটাবর্ষ ২০২২২০২৩ সম্পন্ন করার জন্য ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি তার বক্তব্যে এক বছরে ৪টি বাচ্চার ফ্রি হার্ট সার্জারি ও সকল কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন এবং নতুন সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজিকে সকল কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য অনুরোধ করেন। ক্লাবের সকল সদস্য তাদের বক্তব্যে বিদায়ী সভাপতিকে ধন্যবাদ ও নতুন সভাপতিকে শুভকামনা জানান। পাশাপাশি বিদায়ী সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আবদুল কাদের বিপ্লব নতুন বোর্ড সদস্যদের অভিনন্দন জানান। রোটা কিডস নামে যে ক্লাবটি আছে (চিটাগং হেরিটেজ) তার বোর্ড সদস্যদের তিনি অভিনন্দন জানান। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান অতীত সভাপতি রেদওয়ানুল করিম তুষার, মাইনুদ্দিন রতন, প্রেসিডেন্ট ইলেকট শোয়েব উদ্দিন খান, ক্লাব সচিব কাজী হাসানুজ্জামান সান্টু, রোটারিয়ান ওয়াহিদুল আমিন সোহাগ, রোটারিয়ান ডাক্তার গোলাম জিলানী জুয়েল, রোটারিয়ান মো. একরামুল হুদা, রোটারিয়ান মো. ওহিদুল ইসলাম অয়ন, রোটারিয়ান মো. জাকির হোসেন, রোটারিয়ান মোহাম্মদ আতিকুল্লাহ খান, রোটারেক্টর অর্ক দাস, রোটারেক্টর সাহিদা আক্তার। রোটা কিডস সদস্যদের মধ্যে কাজী সামিয়া জামান স্মৃতি, কাজি সালেহিন জামান ইসমাম, সানিয়াত মাহভিন, মাশিয়াত মাউইশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক আল্লামা খলিল আহমদ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু