আনোয়ারার চাতরী ইউনিয়নে মো. হেলাল (৪) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল মঙ্গলবার ইউনিয়নের রুদরা গ্রামে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হেলাল ওই এলাকার মো. হাসমত আলীর পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু হেলাল খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মো. সাইফউদ্দিন। জানা গেছে, পরিবারে তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট হেলাল। গতকাল বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।