আনোয়ারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মো. আরিয়ান () নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের গরিব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। আরিয়ান ওই এলাকার প্রবাসী মো. মিজানের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে আরিয়ানকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুর রশিদ হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আ. লীগ প্রার্থীকে ১৪ দলের সমর্থন