আনোয়ারায় পথচারী শিশু ও চালক গুরুতর আহত

বাইক দুর্ঘটনা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

আনোয়ারার বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ দুজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন মোটর সাইকেল চালক মো. আরিফ (২৫) ও পথচারী শিশু মো. মিজবাহ (১০)। আরিফ উপজেলার বৈরাগ ইউনিয়নের ঘোড়ার বাড়ির মো. মালেকের পুত্র। আহত পথচারী শিশু মো. মিজবাহ একই ইউনিয়নের হুন্দ্বীপ পাড়া এলাকার বাসিন্দা। গত সোমবার বিকেলে টানেল সড়কের বৈরাগ কুলাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, গত সোমবার বিকেলে টানেল সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় শিশু মিজবাহকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক আরিফ গুরুতর আহত হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসুশাসন নিশ্চিত করতে প্রয়োজন যৌথ সহযোগিতামূলক কার্যক্রম
পরবর্তী নিবন্ধদৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোর ৪র্থ বর্ষপূর্তি