আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেছেন, ধর্ম শান্তি ও সাম্যের বার্তা দেয়। রাষ্ট্রে ও সমাজে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সংঘাত, হানাহানি, না করে মানুষে মানুষে বন্ধন তৈরি করে সমাজকে আলোকিত করতে হবে। রাষ্ট্রে সবাই সমান, কেউ সংখ্যালঘু নয়। স্রষ্টার প্রার্থনা করে আমরা তাঁর আশীষ লাভ করতে পারি। তিনি গত ৩০ অক্টোবর ঝিওরী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ আয়োজিত ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন তাপসানন্দ গিরি মহারাজ। পূজা উদযাপন পরিষদের সভাপতি রকেট দত্তের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারার সহকারি কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। প্রধান বক্তা ছিলেন পলাশ কান্তি নাথ রণী। অতিথি ছিলেন দুর্জয় দত্ত, সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর ও কাজল বোস। অজয় দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অভয় দত্ত। উপস্থিত ছিলেন আফরোজা খানম, স্বরূপ দত্ত, মুন্না দত্ত, রাজু দত্ত, ক্লিনটন দত্ত, জনি দত্ত, মাইকেল দত্ত, বিকি দত্ত, উত্তম চৌধুরী, শুভ দাশ, অপি দত্ত, সাধন দত্ত, শীতল হোড়, বিপ্লব দাশ, রানা চৌধুরী, সবুজ দে, উজ্জ্বল চৌধুরী, নয়ন দত্ত, অভিষেক দত্ত, বাপ্পা ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












