আনোয়ারার সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার দিবাগত রাতে সরকারহাটের বিসমিল্লাহ ভাতঘর অ্যান্ড বিরানী হাউসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন কেশারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জামাল হোসেন ও চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের আফসারের ছেলে নিজাম উদ্দিন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকার হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারকৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এরপর তাদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ তল্লাশি ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে।












