আনোয়ারায় আ. লীগের আরো এক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ারার চাতরি ইউনিয়নে পিতা-পুত্রের প্রতিদ্বন্দ্বিতা হলো না। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে পিতা-পুত্রের প্রার্থিতা বৈধ হলেও গত সোমবার বিকেলে পুত্রের সমর্থনে পিতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দীন আহমেদ চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
ফলে উক্ত ইউনিয়নের আর কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বিনাভোটে নির্বাচিত হয়েছেন। সোমবার চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেলকে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী।
এর আগে গত রোববার প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে একক প্রার্থী হিসেবে বৈরাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোয়াব আলী ও বারখাইন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিলকে প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি আনোয়ারার ১১ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমারা যাওয়ার ১২ বছর পর দিয়ে গেলেন ভোট!
পরবর্তী নিবন্ধটার্ন টেবিলে ঘুরানোর সময় পড়ে গেল নতুন ইঞ্জিন