নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।
গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই জরিমানা করা হয়। এ সময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার ও ওসি তদন্ত সৈয়দ ওমর উপস্থিত ছিলেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, আজ (রোববার) প্রার্থীতা যাচাই-বাছাইয়ের দিনে শতাধিক লোক নিয়ে মিছিল ও শ্লোগান দেওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমকে জরিমানা করা হয়েছে। এ সময় তিনি সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন।












