আনোয়ারায় ভোটের মাঠে থাকছেন দলীয় মনোনয়ন বঞ্চিত বরুমচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ শাহাদত হোসেন চৌধুরী। গতকাল বুধবার দুপুর ১টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদানের পর উপজেলা চত্ত্বরে কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
এদিকে রায়পুর ইউনিয়নেও দলীয় প্রার্থীর সঙ্গে লড়াইয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিন শরীফ। গতকাল বুধবার তিনিও মনোনয়নপত্র জমা দেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান জানে আলম।
বরুমচড়া ইউপির বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী মনোনয়নপত্র জমা দেয়ার পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমার পুরো জীবন আওয়ামী লীগের জন্য উৎসর্গ করেছি। বিগত ৫ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে কাজ করেছি। এলাকার মানুষের সুখ-দুঃখের সেবক হিসেবে কাজ করেছি। এতো কিছুর পরেও দলের মনোনয়ন চেয়ে কি কারণে পাইনি আমি জানিনা। কিন্তু এলাকার মানুষের চাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
উল্লেখ্য, গত সোমবার আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলে সে তালিকায় বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরীর নাম নেই। বরুমচড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম চৌধুরীকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনের নাম ঘোষণা করা হয়।