আনোয়ারাকে ওয়ান সিটি টু টাউনে রূপান্তরে সকলের সহযোগিতা চাই

উন্নয়ন কাজ পরিদর্শনে ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আনোয়ারাকে ওয়ান সিটি টু টাউনে রূপান্তরিত করতে উন্নয়ন কাজে সকলের সহযোগিতা চাই। বর্তমান সরকারের আমলে আনোয়ারাকর্ণফুলীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক সহযোগিতায় আনোয়ারায় বড় বড় মেগা প্রকল্পের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু টানেল চালু হলে আনোয়ারা হবে বিশ্বের অন্যতম উপশহর। এখানে বহুমুখী ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি দেশিবিদেশি শিল্পকারখানার মধ্যে ব্যাপক কর্ম সংস্থানের সৃষ্টি হবে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ পূর্ব বারখাইন মানিক চন্দ্র সড়ক, তৈলারদ্বীপ বারখাইন বাদামতল স্কুল সড়ক ও বারখাইন ইউনিয়ন পরিষদ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, আমার কাছে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। দুর্নীতিবাজরা জাতির শত্রু। এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাই এদের সস্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এ সময় ভূমিমন্ত্রীর সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম. আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি এডভোকেট ইমরান হোসেন বাবু, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হেলাল, বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপিলখানা হত্যাকাণ্ডের তদন্ত সুষ্ঠু হয়নি : ফখরুল
পরবর্তী নিবন্ধউখিয়ায় পাহাড়ি ছড়ার পাড়ে রোহিঙ্গা ইমামের মরদেহ