আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদে গত রোববার দিবাগত রাতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। আনোয়ারা সদর ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হা–মীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে একদল চোর পরিষদের সার্ভার রুমের তালা ভেঙে ২টি কম্পিউটার মনিটর, সিপিউ, হার্ডডিস্ক, চেকবই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ওয়ারিশ ও ট্রেড লাইসেন্স ফি’র টাকা এবং কিছু ডিভিডি চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।