আনোয়ারায় ৩ শতাধিক শিক্ষার্থী পেল ডেন্টাল সেবা ও উপহার

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী পেল বিনামূল্যে ডেন্টাল সেবা। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে সেবার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে টুথপেস্ট ও ব্রাশ উপহার দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নিগার সুলতানার পৃষ্টপোষকতায় দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসা সহায়তা পরিচালনা করেন প্রফেসর ডা. হুমায়ুন কবির বুলবুল, প্রফেসর ডা. আকরাম পারভেজ চৌধুরী, ডা. মো. রেজাউল করিম, বিটন চন্দ্র দেব, প্রফেসর ডা. শায়খুল জব্বার, ডা. মাহমুদ হাসান, ডা. এম..কাইয়ুম ইমন,ডা. ফারজানা ইয়াসমিন, ডা. সায়মা আমিন।

উপস্থিত ছিলেন আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী, ফাতেমা নিগার চৌধুরী, শামীম আহসান আহমেদ চৌধুরী, এম.নুরুল ইসলাম, মনোয়ারা বেগম, দিলসাত আকতার, মুহাম্মদ শহীদুল্লাহ, সনজিদা বেগম, রহিমুন নিসা, নিগার সুলতানা, রাফফাত শার্লিন, এস এম পারভেজ, নাজমা সুলতানা, হারুনুর রশিদ প্রমুখ। বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নিগার সুলতানা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ডেন্টাল সেবা সম্পর্কে বাস্তব ধারনা নিতে পারে সে লক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক নেপাল চন্দ্র বণিকের পরলোকগমন
পরবর্তী নিবন্ধওয়ারলেস মোড়ে গাড়ি ভাঙচুর, স্বেচ্ছাসেবকদলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার