আনোয়ারার বরুমচড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া মাহফিল ও আওয়ামী লীগ সরকারের মামলায় কারা নির্যাতিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার বরুমচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পশ্চিম বরুমচড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মাঠে এই দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো.হুমায়ুন কবির চৌধুরী আনছারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মো.আলমগীর, রফিকুল ইসলাম,মো.ইসহাক, আনোয়ার হোসেন, মইনুল ইসলাম, নুরুল আজিম, ইউনুস, আবুশামা,আবদুল খালেক, ইসমাইল মেম্বার ফারুক, জিয়া, বিকাশ, গিয়াস উদ্দিন, এনাম, ইলিয়াস, নজরুল ইসলাম, শরিফ, রায়হান, ইউছুফ নুর প্রমুখ। বক্তারা অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো.ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের সকল উপদেষ্টাদের স্বাগত জানিয়ে আনোয়ারা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তার আগে একটি আনন্দ র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।