আনোয়ারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচনী আচরণবিধি অমান্য করে মোটরসাইকেল চালানোর অপরাধে ১৭টি গাড়িচালককে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোছাম্মাৎ ফারহানা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনসহ বিজিবি, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।