দুজন মিলে নদী পার হওয়ার কথা বলেছিলাম।
তুমি দক্ষ সাতারু তাই পার হয়ে গেলে অবলীলায়।
আর আমি…
গাঁতার না জানা আনাড়ি একজন।
ফলাফল!
যা হওয়ার ছিলো তাই হলো
ডুবতে ডুবতে ভাসছি,
ভাসতে ভাসতে ডুবছি
খড়কুটো ধরে কেউ কেউ চায় না ডোবা রোধ করতে।
আমি না হয় তাদেরই দলে রইলাম।