আনাড়ি

নাসরিন এ্যাভি | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

দুজন মিলে নদী পার হওয়ার কথা বলেছিলাম।
তুমি দক্ষ সাতারু তাই পার হয়ে গেলে অবলীলায়।
আর আমি…
গাঁতার না জানা আনাড়ি একজন।
ফলাফল!
যা হওয়ার ছিলো তাই হলো
ডুবতে ডুবতে ভাসছি,
ভাসতে ভাসতে ডুবছি
খড়কুটো ধরে কেউ কেউ চায় না ডোবা রোধ করতে।
আমি না হয় তাদেরই দলে রইলাম।

পূর্ববর্তী নিবন্ধমনকে শাসন
পরবর্তী নিবন্ধদূর হও পলিথিন