আনসার না থাকায় নিজেদের লোকবল দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিমান বন্দর কর্তৃপক্ষ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ আগস্ট, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

চাকুরি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যরা কাজ না করায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজেদের লোকবল দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখার কর্মকর্তাকর্মচারীরা (এভসেক) অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে সবদিক সামাল দিচ্ছেন। বিমানবন্দরের ল্যান্ডসাইড ও প্যারিমিটার এলাকায় নিরাপত্তার কাজে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটিলিয়ন আনসার এবং এপিবিন সদস্যরা। নিরবচ্ছিন্ন যাত্রীসেবার লক্ষ্যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত বলেও গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামগড়ে ধর্ষণের ঘটনায় জেলা বিএনপির নিন্দা
পরবর্তী নিবন্ধস্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ১২৭৯৪২ টাকা