আনসার আল ইসলাম সন্দেহে হেফাজতের সাবেক নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

নগরীর ফিরোজ শাহ এলাকা থেকে শামীমুর রহমান (৪০) নামে কওমী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল মঙ্গলবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম হেফাজতে ইসলামের সাবেক নেতা ও স্থানীয় জামে মসজিদের খতিব। কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার হাসান মো. শওকত আলী সাংবাদিকদের বলেন, সিরিয়া ফেরত আনসার আল ইসলামের সদস্য সাখাওয়াত হোসেন লালুকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। লালু রিমান্ডে শামীম সম্পর্কে তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। শামীমের বাসায় আনসার আল ইসলামের সদস্যরা বিভিন্ন সময়ে বৈঠক করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমইজ্জ্যারটেক থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধপৃথিবীর সবচেয়ে কুৎসিত প্রাণি ‘ ব্লবফিশ’