আনন্দ-উচ্ছ্বাসে শিশুদের মনের মতো একটি দিন

ফয়’স লেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের লক্ষ্যে পোলার আইসক্রিমের উদ্যোগে কনকর্ড ফয়’স লেক এ অনুষ্ঠিত হয়েছে মনের সুখে আঁকি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে চট্টগ্রামের ২৫টি বিদ্যালয় ও একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয় থেকে প্রায় ৭০০ শিশু অংশগ্রহণ করে। প্রত্যেক শিশুর সঙ্গে একজন অভিভাবক ফয়’স লেক পার্কে প্রবেশ করে দিনভর সবধরনের রাইডস উপভোগের পাশাপাশি দুপুরের খাবার ও ইচ্ছেমতো আইসক্রিম খাওয়ার সুযোগ পেয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুপুরের খাবার এবং আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বয়সভেদে দুই গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১০ জন করে মোট ২০ জনকে পুরুস্কৃত করা হয়। তম্মধ্যে ‘ক’ গ্রুপ থেকে প্রথম (গোল্ড পদক) পুরস্কার পায় স্বস্তিকা হালদার, দ্বিতীয় (সিলভার পদক) পুরস্কার পার্থিব দাস এবং তৃতীয় (ব্রোঞ্জ পদক) পুরস্কার পায় আনিশা বুশরা। খ গ্রুপে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক জয়ী হয় যথাক্রমে সায়াহ্ন রুদ্র, আনিকা তাসনিম ও প্রাঞ্জল দাস। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসেবে পুরুস্কৃত হয় জাররার আনাম ও সালসাবিল বিনতে মুনিম। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে প্রদান করা হয় সার্টিফিকেট। প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কে এম এ কাইয়ুম, অধ্যাপক সৌমেন দাশ, অধ্যাপক নাসিমা আক্তার, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী ও অধ্যাপক উত্তম বড়ুয়া।

অনুষ্ঠান মঞ্চে কনকর্ড ফয়’স লেকের পক্ষে উপস্থিত ছিলেন ডিজিএম এনামুল করিম, এজিএম উজ্জ্বল কুমার বসাক ও পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতিবাজদের দল বিএনপিকে রাজপথে মোকাবেলা করা হবে : নওফেল
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা