মাদক ও সন্ত্রাসমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম। পাড়া মহল্লায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জোরালো ভূমিকা রাখতে পারে এসব সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা। আনন্দিপুর সমাজ কমিটির নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উত্তর আগ্রাবাদ ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক।
গত ১১ মার্চ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আনন্দিপুর সমাজ কমিটির ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত হয়। এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শওকত ওসমান। শপথ বাক্য পাঠ করান আনন্দিপুর জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন আনছারী।
নব নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি পদে জাফর আহমদ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী। এছাড়া আবদুল কাদের ও সালেহ উদ্দিন সহ-সভাপতি, এনামুল হক সহ সাধারণ সম্পাদক, সরফরাজ নেওয়াজ চৌধুরী সুমন অর্থ সম্পাদক। প্রেস বিজ্ঞপ্তি।