আনজুমান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের খতমে কুরআন ও দোয়া মাহফিল

| শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহের (মাঃজিঃআঃ) সহধর্মিণী সৈয়্যদা আসিয়া খাতুন স্মরণে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মরহুমার চাহারম শরীফ গত ৭ ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ছিল- খতমে কুরআন, খতমে বোখারী শরীফ, খতমে মজমুআয়ে সালাওয়াতে রাসূল (দঃ), খতমে গাউসিয়া শরীফ এবং বাদ মাগরিব হতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে তকরীর, সালাত ও সালাম। এতে আলোচনায় অংশগ্রহণ করেন-আনজুমান ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, আল্লামা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, আল্লামা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রেজভী, আল্লামা মুহাম্মদ আলাউদ্দিন, আল্লামা সেকান্দর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোহাম্মদ সামশুদ্দিন, এস.এম. গিয়াস উদ্দিন শাকের, মোহাম্মদ এনামুল হক বাচ্চু, মোহাম্মদ মাহাবুবুল আলম, আবুল মহসিন মো. ইয়াহিয়া খাঁন, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ নূরুল আমিন, শেখ নাসির উদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেকে রাসুল খান বাবু, মোহাম্মদ হোসেন খোকন, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, এড. মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতেয়ার, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, আর.ইউ. চৌধুরী শাহীন, এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হাবিবুল্লাহ মাস্টার প্রমুখ।
মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠান আরম্ভের পূর্বে পবিত্র কুরআন পাক থেকে তেলোয়াত করেন শিক্ষার্থী হাফেজ আবু বারাকাত মুহাম্মদ রেজা, না’তে রাসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আয়াজ হাসান নুগায়ের, শাজরা শরীফ পরিবেশন করেন হাফেজ মাওলানা মুহাম্মদ জাবেদ (মাহমুদ), সালাত ও সালাম পরিবেশন করেন মসজিদের মোয়াজ্জেম হাফেজ রাশেদুল হাসান রাব্বি এবং বাদ এশা তাবারুক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ সাহিত্যিক অধ্যক্ষ নীলুফার জহুরের ১২ তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধবোয়ালখালী ইসলামী যুব সেনার সমাবেশ