আজ সাহিত্যিক অধ্যক্ষ নীলুফার জহুরের ১২ তম মৃত্যুবার্ষিকী

| শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ নীলুফার জহুরের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। উল্লেখ্য, চট্টগ্রামের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে অধ্যক্ষ নীলুফার জহুরের পরিচিতি বহুদিনের। ষাট দশকের মাঝামাঝি সময় থেকে তাঁর সাহিত্যচর্চা শুরু। সূচনায় উৎসাহী ছিলেন কথাসাহিত্য ও সমালোচনায়। সাহিত্যের বিভিন্ন মাধ্যমে তিনি লিখেছেন। গল্প, উপন্যাস, নাটক, নিবন্ধ ও সমালোচনা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায়। কাব্যচর্চায় উৎসাহী হয়েছেন ১৯৮৬ সাল থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্নের কৃতী ছাত্রী তিনি। এনায়েতবাজার মহিলা কলেজে চল্লিশ বছরের অধিক অধ্যাপনাকালে প্রায় ত্রিশ বছর ছিলেন অধ্যক্ষের দায়িত্বে। ১৯৯১ ও ১৯৯২ সালে পর পর দুইবার কলেজ পর্যায়ে নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক। নারী শিক্ষা বিস্তার ও শিক্ষিত সমাজ বির্নিমাণে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কারেও ভূষিত হন। নীলুফার জহুর ব্যক্তিগত জীবনে বিশিষ্ট কথাসাহিত্যিক গল্পকার-নাট্যকার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মরহুম চৌধুরী জহুরুল হকের স্ত্রী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি সীমান্তে ৭২ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১
পরবর্তী নিবন্ধআনজুমান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের খতমে কুরআন ও দোয়া মাহফিল