আধিপত্যের দ্বন্দ্বে বান্দরবানে গোলাগুলি

জেএসএস সম্পাদক অপহৃত

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ১২:৩৭ পূর্বাহ্ণ

আধিপত্যের দ্বন্দ্বে বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে।

এসময় জনসংহতি সমিতি (জেএসএস) মূল সংগঠনের নেতা প্রুশে থোয়াই মারমা(৩৬) না‌মের এক যুবক‌কে অপহর‌ণের খবর পাওয়া গেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদ‌র উপজেলার কুহালং ইউ‌নিয়‌নের আমতলী পাড়া এলাকায় আধিপত্যের দ্বন্দ্বে পাহাড়ে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) মূল সংগঠনের অস্ত্রধারীদের সাথে মগ বাহিনীর (এমএলপি) সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে।

বন্দুকযুদ্ধে উভয়পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গেছে।

এদিকে, তার আগে পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠন পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) মূল সংগঠনের বান্দরবান সদর উপ‌জেলার সাধারণ সম্পাদক প্রুশে থোয়াই মারমাকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে সশস্ত্র আরেকটি গ্রুপ।

অপহরণকারীরা মগ বাহিনী প্রকাশ মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে খবর পাওয়া গেছে।

অপহৃত যুবক ডলুপাড়ার বাসিন্দা অংসা চিং মারমার পুত্র।

অপরদিকে, মগ বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীদের সন্ধ্যায় চড়ুইপাড়া এলাকায় সশস্ত্র মহড়া দেয়ার ঘটনাও ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃংখলা বাহিনীর কয়েকটি সূত্র।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. রফিকুল ইসলাম ব‌লেন, “অপহর‌ণ-গোলাগুলির খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থল নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আইনশৃংখলা বাহিনী তদন্ত করে দেখছে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত তিন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা