চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়ি চাপায় প্রাণ হারিয়েছে এক যুবক। হেলাল উদ্দিন নামের ওই যুবক পতেঙ্গা এলাকার বাসিন্দা এবং আইনজীবী মোহাম্মদ বেলাল হোসাইনের ছোট ভাই। বাকলিয়া থানা পুলিশের গাড়িটি আদালতের সামনে সরু রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গুরুতর আহত হয় হেলাল। একপর্যায়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে আদালত পাড়ার রেজিস্ট্রি ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন আজাদীকে বলেন, আইনজীবী বেলাল আমাদের একজন সদস্য। তার ছোট ভাই হেলাল পুলিশের বেপরোয়া গতির গাড়ির চাপায় মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় মামলা করা হবে। আলোচনা চলছে। বেলালের পরিবারের পাশে থাকবে সমিতি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজাদীকে বলেন, ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোয় ঘটনাটি ঘটেছে। এটি একটি দুর্ঘটনা। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মামলা করবে না। এরপরও আমরা গাড়িটি হেফাজতে নিয়েছি। গাড়িটি সত্যি সত্যি নিয়ন্ত্রণ হারাল কিনা সেটিও দেখা হচ্ছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, দুর্ঘটনার শিকার গাড়িটি আমাদের। আসামি নিয়ে কোর্টে গিয়েছিল। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরিবারের কোনো দাবি নেই। তারা বুঝতে পেরেছে, এটি আসলেই একটি দুর্ঘটনা।
আদালত সূত্র জানায়, আইনজীবী বেলাল এবং তার ছোট ভাই দলিল লেখক হেলাল রেজিস্ট্রি অফিস থেকে পারিবারিক কাজ শেষ করে বের হয়ে বাসার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে বেপরোয়া গাড়ির চাপায় পড়ে তারা দুজন। বেলাল সামান্ন আঘাত পেলেও হেলাল গুরুতর আহত হয় এবং মৃত্যুবরণ করেন। বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, আমরা বিষয়টি তদন্ত করব। বিষয়টি আসলে কী ছিল তা জানার চেষ্টা করব।