আদালত পাড়ায় দুই সাংবাদিককে মারধর করার মামলায় দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, সাহেদুল হক ও ইসহাক আহমেদ। গতকাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে আত্মসমর্পণ করে দুই আইনজীবী জামিন চেয়ে আদালতে আবেদন করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সমিতির জিম্মায় আদালত দুই আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেন।
গত বুধবার রাতে সাহেদুল হক ও ইসহাক আহমেদ নামের দুই আইনজীবীসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক আল-আমিন সিকদার কোতোয়ালী থানায় মামলাটি করেন।
মামলার এজহারে বলা হয়, বুধবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য দুই সাংবাদিক আদালত পাড়ায় গেলে তাদেরকে মারধর করা হয়। আদালত প্রাঙ্গণের সড়কে তখন যানজট থাকায় সাংবাদিকদের বহনকারী গাড়ি হর্ন দেয়। এতে ক্ষিপ্ত হয়েই দুই আইনজীবীসহ আরও কয়েকজন মিলে তাদের মারধর করেন। একপর্যায়ে তাঁদের দুজনকে আইনজীবী সমিতির কার্যালয়ের তৃতীয় তলায় নিয়ে গিয়ে দ্বিতীয় দফা মারধর করা হয়।