আগের সূচি অনুযায়ী আগামী মার্চ থেকেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আসা শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। খবর বিডিনিউজের। ‘শেয়ার দরে কারচুপি’ নিয়ে শোরগোল ওঠার পর টালমাটাল হয়ে পড়া আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের কয়লার দাম বেশি বলে খবর বেরিয়েছে। এজন্য ছয় বছর আগে আদানি পাওয়ারের সঙ্গে করা চুক্তি পর্যালোচনায় বাংলাদেশের তরফে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে। এমন খবরের মধ্যে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ভারতীয় এ কোম্পানির বিদ্যুৎ আসা নিয়ে কথা বলেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলক সরবরাহ শুরু হবে বলেও জানান তিনি। নসরুল হামিদ বলেন, আদানি গ্রুপের উৎপাদিত বিদ্যুৎ নিয়ে যেসব কথা হচ্ছে, তার ভিত্তি নেই। আগামী মার্চে ভারত থেকে আদানি গ্রুপের উৎপাদিত বিদ্যুৎ আসবে। প্রতিযোগিতামূলক বাজার দরেই এ বিদ্যুৎ পাওয়া যাবে। এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। এদিকে পেছানোর কথা উঠলেও ফেব্রুয়ারি থেকেই শিল্প, বাণিজ্য ও বিদ্যুৎকেন্দ্রের গ্রাহকদের জন্য গ্যাসের নতুন দর কর্যকর হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মাসে খোলা বাজার থেকে এলএনজি এসে যাচ্ছে। সুতরাং গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আর পেছাচ্ছে না। গ্যাসের মূল্যবৃদ্ধি পেছাবে এই নিশ্চিয়তা কেউ দেয়নি।