পতেঙ্গা লার্নিং বার্ডস স্কুল ও কলেজের মতবিনিময় সভা গতকাল শনিবার কাটগড় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুলের পরিচালক ও বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক কোম্পানি। উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান মোশার্রফ উদ্দিন খালেদ, পরিচালক রেজাউল করিম, আরিফ রেজা সুমন, আবু সিদ্দিক, ইসাক বাপ্পী, শিক্ষক ছালে নুর, খুরশেদ আলম, আরিফ, সামী রাশেদ, জুলি আক্তার, নাসরিন আক্তার, আজিজুল হক প্রমুখ। সভায় কাউন্সিলর আবদুল বারেক বলেন, শিক্ষিত জাতি ছাড়া কোন দেশের উন্নয়ন অভিষ্ঠ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আর একজন আদর্শ শিক্ষক শিক্ষিত জাতি গঠনের মূল কারিগর। তাই শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিকট তিনি হবেন একজন আদর্শ শিক্ষক ও অভিভাবক। প্রেস বিজ্ঞপ্তি।