আদর্শ ও কল্যাণময় সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই

স্কুলের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি এলাকাকে আলোকিত করে, শিক্ষিত যুবসমাজ গড়ে তোলে। সমাজ হতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিংয়ের মতো অপরাধমূলক কাজ থেকে জাতিকে মুক্ত রাখে। সর্বোপরি একটি আদর্শ ও কল্যাণময় সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই।
গতকাল শুক্রবার বিকেলে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল চেয়ারম্যান আব্দুল কৈয়ূম চৌধুরী। তানভির আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, দক্ষিণ জেলা আ. লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ আবু ছাদেক মো. মুছা, মেয়র মাহবুবুল আলম খোকা, ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, ডা. শাহাদাত হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত একাডেমিক সুপার ভাইজার সিরাজুল করিম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম রুপা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসভায় হাসিনা মহিউদ্দীন নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধ১১ জনকে আসামি করে মায়ের মামলা মহিলা গ্রেপ্তার