মহামারীকালে মাঠের বাইরে ক্রিকেটারদের জন্য এক বড় পরীক্ষা। এবার সেই বাস্তবতার সঙ্গে পরিচয় হলো সাকিব আল হাসানের। মানসিক অবসাদের খুব বাজে পর্যায়ে চলে গিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ওই সময়টাতেই তার উপলব্ধি হয়েছে, অবসাদের কোন পর্যায়ে গেলে লোকে আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নেয়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে সাকিব এখন ভারতে।
তাদের ট্রেনিং ক্যাম্প এবার মুম্বাইয়ে। টিম হোটেলে চলছে তার সাতদিনের ঘরবন্দি কোয়ারেন্টাইন। সেখান থেকে বৃহস্পতিবার ফোনে বাংলাদেশের সংবাদমাধ্যমকে সাকিব শোনান তার দুঃসহ অভিজ্ঞতার কথা।
‘কোয়ারেন্টাইনের আজকে পঞ্চম দিন। দ্বিতীয় কোভিড পরীক্ষা হলো। এটায় নেগেটিভ হলে সপ্তম দিনে আরেকটি পরীক্ষা করানো হবে। ওটা নেগেটিভ এলেই বের হতে পারব। বাবলের ভেতরই থাকতে হবে, তবে ঘর থেকে বের হতে পারব। এখন পুরো ঘরবন্দি। ঘরবন্দি থেকে একবার প্রচণ্ডরকম ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। তারপর কালকে থেকে একটু রিকভারি করা শুরু হয়েছে। আজকে বেশ ভালো আছি। খুব বাজে রকমের ডিপ্রেশন ছিল, আমার আগে কখনও এরকম হয়নি। পরশু দিন একটা পর্যায়ে আমার মনে হয়েছে লোকে যে আত্মহত্যা করে ডিপ্রেশনে, কেন করে সেটা বুঝতে পেরেছি আমি। এতটাই বাজে অবস্থা হয়েছিল।’
জৈব-সুরক্ষা বলয় ও কোয়ারেন্টাইন এখন ক্রিকেটারদের জীবনের অংশ হয়ে গেছে। অনেকেই অভ্যস্ত হয়ে উঠেছেন। তবে ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের জন্য এই অভিজ্ঞতা নতুন। আগের চাইতে এবারের কোয়ারেন্টাইন অভিজ্ঞতা মানসিকভাবে তাকে বিধ্বস্ত করে ফেলেছিল।
সাকিব বলেন, আগে যে কোয়ারেন্টাইনে থেকেছি, তখন তো ঘর থেকে বের হয়েছি, টিমমেটরা একসঙ্গে ছিলাম, এর-ওর রুমে গিয়েছি, ওরা এসেছে। একটা ফ্লোরে সবাই ছিলাম। মিশতে পেরেছি। এখানে একদম রুম কোয়ারেন্টাইন, কারও সঙ্গে দেখা করা, কথা বলার উপায় নেই। দরজার বাইরে খাবার দিয়ে যায়। আমার এরকম অভিজ্ঞতা ছিল না আগে। আমি ঘোরাফেরা করতে পছন্দ করি, কাজ-টাজ না থাকলে ভালো লাগে না কখনোই। জীবন সবসময়ই ব্যস্ততায় কাটে আমার। সেদিক থেকে খুব কঠিন হয়ে গিয়েছিল। হঠাৎ এরকম অবস্থায় পড়ে পুরো জেলখানার স্বাদ পেলাম। যেটা বললাম, মানুষ ডিপ্রেশনের কোন পর্যায়ে গেলে আত্মহত্যা করে, সেটা অনুভব করেছি।
অবসাদের সঙ্গে এই লড়াইয়ে শেষ পর্যন্ত পেরে ওঠার গল্পও শোনান সাকিব। ‘একদিন যাওয়ার পর নিজেকে বোঝালাম যে এভাবে থাকা যাবে না। টিভি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সবই চলছিল। কিন্তু এসব আর কত ভালো লাগে! এখন প্ল্যান করে ফেলেছি যে কী কী করা যায়, কোনটা কীভাবে করলে কোয়ারেন্টাইনের সময়টা কাটবে। এমনিতে আমার কয়েকটা কাজ একসঙ্গে করার অভ্যাস। ধরেন, মুভি দেখার সময় কারও ম্যাসেজের রিপ্লাই দিলাম বা ই-মেইল করলাম বা অন্য কিছু। এখন একসময়ে একটিই করছি, যেন বেশি সময় ব্যস্ত থাকা যায়।’
‘আরেকটা ব্যাপার ভালো হয়েছে, যখন থেকে এক্সারসাইজ করা শুরু করেছি, জুম কলে আমাদের ট্রেনার এক্সারসাইজ করায় প্রতিদিন, ওটা শুরু করার পর থেকে একটু ভালো লাগছে।’ এই বন্দিদশা শেষ হওয়ার সময় এগিয়ে আসছে। আপাতত মুক্তির সেই সুবাস চাঙা রাখছে তাকে। ‘এখন পাঁচদিন হয়ে গেছে, আর দুই দিন মাত্র বাকি, ভাবতেই ভালো লাগেছ।’