আত্মহত্যায় প্ররোচনা, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে তিন মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:১০ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুরে নিজ ঘর থেকে স্ত্রী সুমিতা খাতুন ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ১৫ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে আটক করেছিল পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজাদীকে বলেন, তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় সুমিতা খাতুনের ফুফা সামশুল হক বাদি হয়ে স্বামী সোহেল রানাকে আসামি করে ১৫ অক্টোবর রাতে মামলা দায়ের করেছেন। ওই মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত শুক্রবার মোহাম্মদপুর এলাকার এসএস হাউজের সাত তলা আবাসিক ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট বাসা থেকে মা সুমিতা খাতুন, মেয়ে মুন (৭) ও ছেলে শানের (৩) লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা মা সুমিতা খাতুন দুই সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লার ঘটনায় বিএনপি-জামাতের ইন্ধন ছিল : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রথম দিন ১১৬৮ জন পেলেন ফাইজারের টিকা