সিয়াম সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আত্মশুদ্ধির মাধ্যমে সুন্দর চরিত্র গঠন করে আলোকিত মানুষ হয়ে সমাজকে আলোকিত করা সম্ভব। মানবিক সংগঠন আমাদের আলোকিত সমাজের উদ্যোগে ২৪ এপ্রিল নগরীর স্থানীয় একটি হোটেলে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ.আর কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী একথা বলেন।
এতে প্রধান আলোচক লেখক মোহাম্মদ মাসুম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিমেল শিশিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ারদী, সাংবাদিক জালাল উদ্দীন চৌধুরী, সরোয়ার মোর্শেদ কচি, মো. ইউসুফ, মিটুল দাসগুপ্ত, কাউন্সিলর রুমকি সেনগুপ্তা, নজরুল ইসলাম, মোশাররফ হোসেন বুলু, আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন জাবেদ খান, কাজি কামাল, ওয়াজি উল্লাহ ভূইয়া রবিন, আব্দুর রব, নেভী সোলেমান, হাজী খুরশিদ আলম, মোখলেছুর রহমান খান, আব্দুল মান্নান রানা, সাইফুল ইসলাম, ইশতিয়াক চৌধুরী, অ্যাডভোকেট শাহরিয়ার তানিম, আফাজ উদ্দিন আসিফ, মেহেরুন নিপা, শামসুল ইসলাম মিঠু, মোহাইমিনুল, জালাল উদ্দীন রুমি, ইখতিয়ার হোসেন রনি, এস.এম সাগর, মো. তসলিম, নজরুল ইসলাম রাজু, আনোয়ার পলাশ, মাজেদুল ইসলাম , মো.আরিফ, সাইফুল হক চৌধুরী, হাসিবুল হাসান রিপন, নাছির সরকার, মহি উদ্দিন রুমি, মো. রুবেল, এম ইউ সাইফুল, মনির আলম, পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।