আত্মজীবনী

আবু মুসা চৌধুরী | রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

যে ভুলের ঘ্রাণে মৌন কুঠুরিতে মৌ, মৌ,
তোমার মৌলিক নাম দেখ্‌্‌ভাল্‌্‌ হলুদ বৌ;
অদৃশ্য মুনিয়া হায়-
মরে গেছে করোনায়
এবং আঁধারে স্থিত উপজীবনের দায়।
যে আঁধার রূপকথা-
সঙ্গম-সংসার-ধর্ম মুখ্যত অযথা!
কর্তব্য করিনি কভু। করে যেতে হয়,
মেয়ের মায়ের শীর্ণ চিবুকের ভাঁজে
দখিনা মলয়;
মমতার গৈরিক অভ্যাস
আমি, যাহার দাসানুদাস
যদিও সুন্দর, শুভ সাহচার্য, প্রিয় পাষ
কবিতার-তুল্য এক ফোঁটা মদ,
মধু, বিগত সিরাপ-
স্ফুট জলের ফোয়ারা
সতত অমিয় ধারা।

পূর্ববর্তী নিবন্ধতুমি
পরবর্তী নিবন্ধঋণ