আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ১০ম মৃত্যুবার্ষিকী কাল। এ উপলক্ষে চন্দনপুরাস্থ ‘বংশাল বাড়ি’-তে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মরহুমের কবরে বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ। এছাড়া আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে এতিমদের মাঝে খাবার বিতরণসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইসাথে শুক্রবার বাদে জুমা চট্টগ্রামের বিভিন্ন মসজিদেও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মরহুমের পরিবারের সদস্যরা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।