আট লাখ টাকা বকেয়া পৌরকর আদায়

চসিকের ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ মে, ২০২২ at ৯:১৭ অপরাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরো সাত লাখ ৯৬ হাজার ৬৩৫ টাকা বকেয়া পৌরকর আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

আজ সোমবার রাজস্ব সার্কেল-১ আওতাভুক্ত শুলকবহর ও পাঁচলাইশ ওয়ার্ডে অভিযান চালিয়ে এ পৌরকর আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

একই আদালত চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় তিন ব্যক্তিকে সাত হাজার টাকা জরিমানা করে।

পূর্ববর্তী নিবন্ধকাঁঠাল কেটে দিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা করল গৃহকর্মী
পরবর্তী নিবন্ধখুলশীতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ