আটকে আছে রাউজান বিসিক শিল্পনগরীর কাজ

মাটি ভরাট জটিলতা

রাউজান প্রতিনিধি | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

রাউজানের বিসিক শিল্পাঞ্চলের ভূমি ও অবকাঠামো উন্নয়ন কাজ কর্তৃপক্ষের উদাসীনতায় স্থবির হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত জুনে প্রকল্পের শেষ করার কথা থাকলেও দুই দফায় সময় বাড়ানো হয়। এরইমধ্যে প্রকল্প এলাকায় মাটি ভরাট জটিলতার মাঝে কাজে গতি হারিয়ে স্থবির হয়ে পড়ে। রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, রাউজানসহ পার্শ্ববর্তী এলাকার বেকারত্ব দূর করতে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এখানে বিসিক শিল্পনগর করছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বিপ্লবকে তরান্বিত করতে তিনি এই সরকারের মেয়াদেই প্রকল্প কাজ শেষ করতে চেয়েছিলেন। এই কাউন্সিলরের অভিযোগ বিসিক কর্তৃপক্ষের উদাসীনতায় এখন প্রকল্প কাজের গতি হারিয়ে স্থবিরতা দেখা দিয়েছে।

খবর নিয়ে জানা যায়, প্রকল্পের মাটি ভরাট কাজে নিয়োজিত আছে মেসার্স বোস্তামী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জমির উদ্দিন পারভেজ বলেন, বিসিক কর্তৃপক্ষ মাটি ভরাট কাজের জন্য যে প্রাক্কলনে টেন্ডার করেছিল প্রাক্কলনটি ছিল ভুলে ভরা। ভুলের উপর তৈরী করা টেন্ডারের সিডিউল অনুসরণ করে তিনি মাটি ফেলেছেন। এর বাইরে সংশ্লিষ্টদের কাছ থেকে পুন:প্রাক্কলনের রিসিডিউল করার আশ্বাসে অতিরিক্ত মাটি ভরাট করেছেন। এই খাতে তার বিশাল অংকের টাকা আটকে আছে। তিনি আরো জানান, বিষয়টি তিনি মন্ত্রনালয় ও বিসিককে বার বার চিঠি দিয়ে আবহিত করেছেন। সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, রাউজানের বিসিক শিল্পনগর প্রকল্পের কাজের ধীরগতির মধ্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে গত বছরের ৩ আগস্ট মাটি ভরাট কাজের জটিলতা নিরসনে একটি অনুরোধপত্র পাঠিয়েছিলেন। এমপির অনুরোধপত্র পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ চারদিনের মাথায় বিসিক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত নির্দেশ দিয়েছিলেন। গত ১ জুন রাউজান বিসিক শিল্প নগরীর কার্যালয়ে কথা হয় প্রকল্প পরিচালকের অধীনের কাজে নিয়োজিত বিসিক কর্মকর্তা আবদুল মতিনের সাথে। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, জটিলতা নিরসনে হচ্ছে এমন কিছু দেখছেন না। এ ব্যাপারে তিনি কথা বলতে পরামর্শ দেন প্রকল্প পরিচালকের সাথে। মুঠোফোনে প্রকল্প পরিচালক মিজান উদ্দিনের সাথে বিষয়টি জানতে চাইলে তিনি মিটিং এ আছেন জানিয়ে ফোন কেটে দেন। উল্লেখ্য, রাউজান শিল্পনগরটি প্রতিষ্ঠা পাচ্ছে ৩৫ একর জায়গার উপর। এতে সরকার ব্যয় করছে ৮০ কোটি টাকার বেশি। এই শিল্পনগরে ক্ষুদ্র ও মাঝারি ১৮৪টি শিল্প প্লট করার পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ