আঞ্জুমানে বারীয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে তিন দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও মুনিরুল উলুম বারীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ২০তম বার্ষিক সভা গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়। ব্যবস্থাপনায় ছিল বারীয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ।
প্রথম দিনের কর্মসূচিতে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া ও খতমে খাজেগান। এরপর ছিল কেরাত, হামদ ও নাতে মোস্তফা (সা.) পাঠ প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী। প্রেস বিজ্ঞপ্তি।












