আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দবাড়ির আঞ্জুমানে গাউছিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ ও সুন্নি কনফারেন্স সম্পন্ন হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রাতে ইদ্রিছিয়া দরবার শরীফে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মাঃজিঃআঃ)। সুন্নি কনফারেন্সে সভাপতিত্ব করেন আঞ্জুমানে গাউছিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিছিয়া দরবার শরীফ কমিটির সভাপতি সৈয়দ আ.ন.ম. ফখরুল আমিন ফরহাদ। আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন সৈয়দ হাফেজ আবু সা’দ মুহাম্মদ শহীদুল আমিন।








