আজ সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানীর (ক.) খোশরোজ শরীফ শুরু

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:৪২ অপরাহ্ণ

হযরত শাহ্‌সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌হাসানীর (.) ৮৭তম খোশরোজ শরীফ ও মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী আলিম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দুই দিনব্যাপী সালানা জলসা ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে আজ থেকে শুরু হচ্ছে। আন্‌জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট, বিএসপি ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে কর্মসূচিতে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, রওজায় গিলাফ চড়ানো, ফ্রি চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয়, আলোকচিত্র চিত্র ও ভিডিও প্রদর্শনী, গণস্বাক্ষর, জীবনী আলোচনা, মাদ্রাসার বার্ষিক সভাসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। আজ বাদে জুমা পবিত্র মিরাজ শরীফের আলোচনা শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বশান্তি, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণসহ দেশ ও বিশ্ববাসীর শান্তিসমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন ও বিএসপি চেয়ারম্যান শাহ্‌সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী (মা.জি..)। আগামীকাল শনিবার খোশরোজ শরীফের শেষ ও প্রধান দিবস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনি শিক্ষা বিস্তারে ভূমিকা রাখেন অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ.)
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার এড়াতে ২২ বছর আত্মগোপন