আজ সিরিজ জয়ের হাতছানি নারী ক্রিকেট দলের সামনে

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১১:০৭ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে ম্যাচ জিতে ইতিহাস গড়ার পর এবার আরো একটি ইতিহাস রচনা করার হাতছানি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ জিতলেই আরেকটি ইতিহাস রচনা করবে। যদিও হারলেও সুযোগ থাকবে সিরিজ জেতার। তবে বাংলাদেশ দল চাইবে আজই সিরিজ নিশ্চিত করতে। যদিও কাজটি বেশ কঠিন সেটা ভালই জানা স্বাগতিক শিবিরের। আজকের ম্যাচে সিরিজ জয়ের হাতছানি থাকলেও অনুশীলনে তেমন সিরিয়াস ছিলনা টাইগার নারীরা।

তকাল মঙ্গলবার সকালে হালকা অনুশীলনের পর খুব বেশি ক্রিকেটার করেননি ব্যাটিংবোলিং অনুশীলন। তবে সাংবাদিকদের কাছে নিজেদের প্রত্যাশার কথা জানালেন লতা মন্ডল। তিনি বলেন প্রথম ম্যাচটিতে আমরা তেমন লড়াই করতে পারিনি। কিন্তু দ্বিতীয় টিটোয়েন্টি থেকে আমরা বেশ ভাল খেলতে থাকি। শেষ টিটোয়েন্টিতে জয়ের পর ভারতকে হারিয়েছে প্রথম ওয়ানডেতে। এই ফরম্যাটে এবার টাইগ্রেসদের সামনে সুযোগ সিরিজ জয়ের। লতা মন্ডল বলেন, আসলে আমরা কোন ধরনের চাপ নিচ্ছিনা কিংবা আমরা খুব বেশি রোমাঞ্চিত, বিষয়টা এরকম না। আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। আমরা সবসময় চিন্তা করি ভালো ক্রিকেট খেলার।

ভালো খেলছি বলে ফলও কিন্তু ভালো আসছে। আমাদের চিন্তা তাই ভালো ক্রিকেট খেলা। ভালো ক্রিকেট খেললে ফল এমনি আমাদের পক্ষে থাকবে। এবারের বাংলাদেশ সফরে টানা দুই ম্যাচে হেরেছে ভারত। প্রথম ওয়ানডের পর গতকাল মঙ্গলবার অনুশীলনও করেননি ভারতের মেয়েরা। তবে লতা মন্ডল বলেন ভারত অবশ্যই ভালো দল। অবশ্যই আমরাও ভালো দল। এটা আসলে নির্ভর করে পরিস্থিতির ওপর। যেহেতু শেষ টিটোয়েন্টি ও প্রথম ওয়ানডে আমরা জিতেছি, স্বাভাবিকভাবে আমরা ভালো খেলছি বলেই ফল ভালো হয়েছে। আমরা ভারতের চাইতে ভালো ক্রিকেট খেলছি। তবে নারী ক্রিকেটারদের ম্যাচে বেশি দর্শক না থাকায় খানিকটা আফসোস থাকে ক্রিকেটারদের মদ্যে। তবে তিনি মনে করেন এই অবস্থা বেশিদিন থাকবেনা। মেয়েদের ক্রিকেটেও সামনে থেকে দর্শক হবে। তার কারন আমার খুব ভালো খেলছি। আমাদের হোম গ্রাউন্ডে খেলছি। আশা করছি দর্শকরা মাঠে আসবে আমাদের খেলা দেখতে। তবে আমাদের লক্ষ্য পরিষ্কার আমরা সিরিজ জিততে চাই।

পূর্ববর্তী নিবন্ধগ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডা গেলেন লিটন দাশ
পরবর্তী নিবন্ধডবলমুরিং ক্লাব ও উদয়ন সংঘের জয়লাভ