আজ শহীদজায়া বেগম মুশতারী শফী স্মরণসভা

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ও শহীদজায়া বেগম মুশতারী প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৫টায় ফুলকি এ কে খান মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

উদীচী জেলা সংসদের উদ্যোগে স্মরণসভায় আলোচক থাকবেন-কবি আবুল মোমেন, প্রাবন্ধিক ড. আনোয়ারা আলম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

এতে বেগম মুশতারী শফীর জীবন ও কর্ম নিয়ে শৈবাল চৌধুরী পরিচালিত ‘বিস্মৃত অধ্যায়’ প্রদর্শিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর খানখানাবাদে নাগরিক সংলাপ
পরবর্তী নিবন্ধঅস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা