আজ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামসহ সারা দেশে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। চট্টগ্রামে মহানগর বিএনপির উদ্যোগে বিকেল ৩ টায় নূর আহম্মদ সড়কে এ কর্মসূচি পালিত হবে। এর আগে গত শনিবার সিএমপির কাছে নগরের ওয়াসা মোড় থেকে তিন পুলের মাথা পর্যন্ত এ কর্মসূচি পালন ও মাইক ব্যবহারের অনুমতি চেয়েছিল নগর বিএনপি। তবে ওয়াসা মোড় থেকে মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ। তাই নূর আহম্মদ সড়কে কর্মসূচি বাস্তবায়ন করবে দলটি। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী।

বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা জানান, সরকারের পদত্যাগসহ বিএনপির ঘোষিত ১০ দফা আদায় এবং ‘রাষ্ট্র মেরামতে’ ২৭ দফা রূপরেখা বাস্তবায়নে ধীরে ধীরে যুগপৎ আন্দোলন করা হবে। এতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায় দলের হাই কমান্ড। এর অংশ হিসেবে ২৫ ডিসেম্বর সারা দেশে গণমিছিল এবং ১১ জানুয়ারি বিভাগীয় সমাবেশ করে। এর মধ্যে কয়েকদিন আগে সরকারের নির্বাহী আদেশে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ হারে বাড়ানো হয়। জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় এ দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

পূর্ববর্তী নিবন্ধফখরুল ও আব্বাস হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডিং কমিটি থেকে দুই সদস্যের পদত্যাগ