আজ থেকে শুরু রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৭ পূর্বাহ্ণ

নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে আজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিন ব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার২০২৫’। সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হাসিব আজিজ।

জানা গেছে, এবারের মেলায় ৪২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এছাড়া দুটি গোল্ড স্পন্সর, ১৪টি কোস্পন্সরসহ আরও ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি এবং ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন ক্রেতাদর্শনার্থীরা উদ্বোধনীর পর বেলা ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন মেলায়। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার।

পূর্ববর্তী নিবন্ধ‘মেয়ে চুরি করেছে’ অভিযোগে মারধরে মায়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধনগরে ২ কোটি টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ীদের