পবিত্র রবিউল আউয়াল মাস এবং জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমির ভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে বিগত ১৯ বছরের ধারাবাহিকতায় ২০তম বর্ষে এবারও ১ হতে ১২ রবিউল আউয়াল বার দিনব্যাপী খতমে সালাওয়াতে রাসুল মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আওলাদ গাউসুল আজম, বিদেশি মেহমান, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।












